ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

১২ লাখ কর্মীর জন্য সুসংবাদ, খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০৩ ১৪:৫২:৩৯
১২ লাখ কর্মীর জন্য সুসংবাদ, খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতেবদক: বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরেছে নতুন আশার আলো। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই খুলে যেতে পারে ১২ লাখ কর্মীর ভাগ্য। এই বিশাল নিয়োগের তালিকায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে।

বাংলাদেশের অর্থনীতির বড় স্তম্ভ প্রবাসী আয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা কোটি প্রবাসীর শ্রমঘামে টিকে আছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাতটি। সেই বাজারেই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল মালয়েশিয়া। কিন্তু ২০২৩ সালের ৩১ মে হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাংলাদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া। এতে চরম অনিশ্চয়তায় পড়ে হাজার হাজার কর্মপ্রত্যাশী।

তবে এবার আশাব্যঞ্জক খবর, মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে, মালয়েশিয়ার পুত্রজায়ায়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে খুলে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার।

মালয়েশিয়ার লক্ষ্য ১২ লাখ কর্মী, অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ার সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে—তারা ১৪টি দেশ থেকে ১২ লাখ কর্মী নিয়োগ দেবে। তবে তাদের সবচেয়ে বেশি আগ্রহ বাংলাদেশি শ্রমিকদের নিয়েই। বিশ্লেষকদের মতে, চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে মালয়েশিয়ায় শিল্পকারখানাগুলোতে বেড়েছে শ্রমিকের চাহিদা। আবার যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে মালয়েশিয়া এখন নতুনভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ।

কূটনৈতিক সাফল্যের পেছনে দায়িত্বশীল নেতৃত্ব

এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড. ইউনুসের নেতৃত্বাধীন কূটনৈতিক টিম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সাধারণ সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি একটি বড় অর্জন, যা সরকারের দায়িত্বশীল পদক্ষেপের ফল।

প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে কিছু গোষ্ঠী

বায়রার নেতারা বলছেন, অতীতে কিছু স্বার্থান্বেষী মহল অনলাইন সিস্টেম, শ্রমচুক্তি ও সিন্ডিকেট ইস্যু তুলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ডের নেপথ্যে ছিল কিছু রাজনৈতিক দোসর, যারা বিদেশে কর্মসংস্থানের মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন।

যেকোনো শর্ত মানতে প্রস্তুত বাংলাদেশ

বায়রার পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে যেসব শর্ত রয়েছে, বাংলাদেশ সেগুলো মেনে নিতে প্রস্তুত। তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, জাতীয় স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শ্রমবাজার উন্মুক্ত করা হোক।

সময় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার

বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন রাজনৈতিক বিরোধিতার কারণে ব্যাহত না হয়। দেশের লাখ লাখ কর্মপ্রত্যাশী তরুণের ভাগ্য নির্ভর করছে এই সম্ভাবনার বাস্তবায়নের ওপর।

এই সময় দরকার—দূরদর্শী সিদ্ধান্ত, সুসংহত কূটনীতি এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ অঙ্গীকার।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ