ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ার পাম তেল কারখানায় বিস্ফোরণ: বাংলাদেশি সহ ৪ জন আহত

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০৩ ১৫:৩৬:২২
মালয়েশিয়ার পাম তেল কারখানায় বিস্ফোরণ: বাংলাদেশি সহ ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যের একটি পাম তেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশি সহ চারজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৩ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে, যখন ওই কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের নিয়মিত কাজকর্মে ব্যস্ত ছিলেন।

বিস্ফোরণটি ঘটেছিল কারখানার স্টিম বয়লার থেকে, যার ফলে গুরুতর আহত হন নেপালের দুজন, ভারতের একজন এবং বাংলাদেশি একজন শ্রমিক। জানা গেছে, তাদের মধ্যে একজনের পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় তানজিম করাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মেখতার জানিয়েছেন, ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিস্ফোরণের পর যেহেতু সেখানে পাম্পিং ব্যবস্থা এবং গরম গ্যাস ছিল, তাই কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।

এদিকে, বিস্ফোরণের পর আহত চার শ্রমিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে, হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা এখন চিকিৎসাধীন এবং তাদের অবস্থা গুরুতর নয়।

এ ঘটনার পর মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি, নেপালি ও ভারতীয় শ্রমিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মালয়েশিয়া কর্তৃপক্ষ শীঘ্রই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে।

আব্দুর রহিম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ