ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

১১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, কেউ লোকসানে কেউ পেল বোনাস

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০৪ ১১:৪২:১৩
১১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, কেউ লোকসানে কেউ পেল বোনাস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার (০৪ মে) ডিএসইর ওয়েবসাইটে এসব কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে কয়েকটি কোম্পানি নগদ ও বোনাস উভয় ধরনের লভ্যাংশ ঘোষণা করলেও, কেউ কেউ কোনও লভ্যাংশ দেয়নি—বরং বছরের হিসাবেই এসেছে বিশাল লোকসান।

নিচের টেবিলে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও শেয়ারপ্রতি মুনাফা (EPS) তুলে ধরা হলো:

কোম্পানির নামলভ্যাংশের ধরন ও হারশেয়ারপ্রতি মুনাফা (EPS)
ইসলামী ইন্স্যুরেন্স ২০% নগদ ৩.৪১
ব্যাংক এশিয়া ১০% নগদ ও ১০% বোনাস ২.১৪
এনসিসি ব্যাংক ১৩% নগদ ২.১০
রিপাবলিক ইন্স্যুরেন্স ৬% নগদ ও ৫% বোনাস ২.০৯
কর্ণফুলি ইন্স্যুরেন্স ১০% নগদ ২.১৫
ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স ১০% নগদ ১.১২
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ১০% নগদ ১.৮৯
শাহজালাল ইসলামী ব্যাংক ১০% নগদ ১.৫২
এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫% নগদ ১.২৩
ন্যাশনাল ব্যাংক কোন লভ্যাংশ নয় (৫.৩০)
পিপলস লিজিং কোন লভ্যাংশ নয় (১৪.৯৫)

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ