দুই সন্তানের কী হবে

বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যান ওই গৃহবধূর স্বামী বাবুল হোসেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১২ বছর আগে কইমারি কাদেরপুর এলাকার বাবুল হোসেনের (৩৭) সঙ্গে পাশের এলাকা ঝলইশালশিরি ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের লিলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে লিলি আক্তারকে নির্যাতন করতো তার স্বামী বাবুল হোসেন। বাবুলের নির্যাতনে এর আগেও তার দুই স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। বাবুল হোসেন ও লিলি আক্তার দম্পতির বর্তমানে গোলাম মোস্তফা নামে আট বছরের এক ছেলে এবং আয়শা নামে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। অতিরিক্ত সন্দেহের কারণে লিলি আক্তারকে প্রতিদিন আটকে রেখে ঘরে তালা দিয়ে বাইরে যেতো কৃষি শ্রমিক বাবুল হোসেন। বুধবার রাতে অজ্ঞাত কারণে নির্যাতনের একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ করেছেন লিলির ছোটভাইসহ পরিবারের লোকজন।
নিহত লিলি আক্তারের চাচা দবিরুল ইসলাম বলেন, বাবুল হোসেন নানা অজুহাতে লিলিকে নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। নির্যাতনের এক পর্যায়ে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমাদের বিশ্বাস, সে কখনো বিষ পানে আত্মহত্যা করতে পারে না।
প্রতিবেশী শফিউল আলম বলেন, বাবুল অত্যাচারী ব্যক্তি। সে অন্যের ক্ষতি করে। এর আগেও সে দুইবার বিয়ে করেছিল। কিন্তু তার দুই স্ত্রী সংসার করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ঘটনার খবর পেয়ে তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ সেখানে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়