ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের তারিখ ঘোষণা

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১১:৫২:৫১
বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের তারিখ ঘোষণা

ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এবারের ইজতেমা ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ চার দিনের মধ্যে মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। আর সাদপন্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমা করার কথা।

তবে মাওলানা জুবায়ের অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রস্তুতি শুরু করেন। সে হিসেবে তারা একদিন সময় বেশি পায় বলে মনে করছে মাওলানা সাদ এর অনুসারীরা। এ যুক্তি তুলে ধরেই তারা আজ (সোমবার) মোনাজাত আয়োজন করতে পারবেন না বলে জানান।

কাজেই তারা সোমবারের পরিবর্তে মঙ্গলবার মোনাজাত পরিচালনার অনুমতি চান। সার্বিক অবস্থা বিবেচনা করে গাজীপুরের জেলা প্রশাসক তাদের মঙ্গলবার মোনাজাত পরিচালনার অনুমতি প্রদান করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে