বাংলাদেশে করোনায় মৃত্যু নিয়ে ভুল তথ্য ওয়ার্ল্ডমিটারে

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাএ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফ্লোরা বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন জন। এখন সাত জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কেউ মারা যাননি।
ওয়ার্ল্ডমিটার কানাডা ফেরত এক তরুণীর মৃত্যুর তথ্য জানিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে ডা. ফ্লোরা বলেন, ওই তরুণী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তিনি কয়েকদিন আগে কানাডা থেকে দেশে ফিরেছিলেন। তার শরীরে জ্বর ছিল। সে কারণে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার পিসিআর পরীক্ষাও করানো হয়। তবে সে পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
এর আগে, ওয়ার্ল্ডমিটারের দেশভিত্তিক করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যানে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন বলে দেখানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে নতুন দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে এবং একজন মারা গেছেন। যিনি মারা গেছেন, তিনি একজন তরুণী। কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসের মহামারি আকারে ছড়িয়ে পড়ায় কানাডা থেকে নিজ দেশে ফিরেছিলেন।
কানাডা ফেরত ওই তরুণীর নাম নাজমা আমিন। তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। ৯ মার্চ দেশে ফেরার পর তিনি পেটের পীড়ায় ভুগছিলেন। ১৩ মার্চ তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে তারা জানান, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হবে এবং সেখানে সে সুবিধা নেই। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শনিবার সকালে সংশ্লিষ্টরা জানতে পারেন, তিনি কয়েকদিন আগেই কানাডা থেকে ফিরেছেন। ওই সময় তার জ্বরও ছিল। এ তথ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তারা ধরেই নেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। মেয়েটির পরিবারের অভিযোগ, এসময় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মেয়েটিকে কেউ চিকিৎসা দিতে রাজি হননি।
ওই সময় সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এ বি এম জামালও স্বীকার করে নেন, কানাডা ফেরত মেয়েটিকে নিয়ে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জ্বর থাকায় আইইডিসিআরের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে তার রক্ত পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলও নেগেটিভ এসেছিল।
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়