সুইমিং পুলে সময় কাটাচ্ছেন কর্নাটকের করোনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

এমন কাণ্ড করেই ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন ভারতের কর্নাটক প্রদেশের এক মন্ত্রী। প্রদেশে করোনা-লড়াইয়ের নেতৃত্ব যার কাঁধে, তিনিই সুইমিং পুলে পরিবারের সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন! সেই ছবি আবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন রাজ্যবাসীকে।
আনন্দবাজার বলছে, কর্নাটকের মন্ত্রী সুধাকর কের এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণে ক্ষোভ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভ বুঝতে পেরে টুইট মুছে দিয়েছেন মন্ত্রী। রাজ্যের বিরোধীদল কংগ্রেস পদত্যাগ দাবি করেছেন সুধাকরের। তবে এই বিতর্কে সুধাকরের পাল্টা প্রশ্ন, ‘এটা কি অপরাধ?’
সুইমিং পুলে পরিবারের সঙ্গে তিনি সাঁতার কাটছেন। রোববার এমন একটি ছবি টুইটারে টুইট করে মন্ত্রী সুধাকর লিখেছিলেন, ‘দীর্ঘ দিন পর ছেলেমেয়েদের সঙ্গে সাঁতার কাটছি। আশা করি, এখানেও সামাজিক দূরত্ব বজায় রয়েছে।’
কর্নাটকে করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলার দায়িত্বে যারা রয়েছেন, তাদের নেতৃত্বের ভার এই সুধাকরের ওপরেই। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও ২৫০ ছাড়িয়েছে। এমন সঙ্কটকালে এই ধরনের ছবি পোস্ট করায় স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মন্ত্রীর এমন আচরণের তীব্র নিন্দা করে রিটুইট করেন। পরে অবশ্য টুইটটি ডিলিট করে দেন তিনি।
তীব্র নিন্দা জানিয়ে সুধাকরের পদত্যাগ দাবি করেছেন কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। তার বক্তব্য, ‘সারা বিশ্ব যখন একটা কঠিন স্বাস্থ্য সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাকর সুইমিং পুলে সময় কাটিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন। এটা নৈতিকতার প্রশ্ন। তার নিজে থেকেই পদত্যাগ করা উচিত এবং মুখ্যমন্ত্রীর উচিত মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করা।’
দেশটির একটি সংবাদমাধ্যমকে সুধাকর বলেন, ‘গত দু’মাসে এত পরিশ্রম করেছি যে, পরিবার-সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কম পেয়েছি। আমরা লড়াই করছি। আমার ছেলে-মেয়েরা সুইমিং পুলে যেতে জোরাজুরি করছিল। কীভাবে ওদের আবদার ফিরিয়ে দিই! তাই ১০-১৫ মিনিট সময় কাটিয়েছি। এটা আমার বাড়ির ভেতরেই শিশুদের একটা ছোট পুল। এটা কি অপরাধ?’সুত্রঃ জাগোনিউজ২৪
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়