ঢাকা, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

কোহলিকে বাদ দিয়ে ধোনীকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

২০২০ ডিসেম্বর ২৭ ১৯:২৯:৫৩
কোহলিকে বাদ দিয়ে ধোনীকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

কারোনার কারনে স্থবির ফুরো বিশ্ব। ২০১১ থেকে ২০২০- এই সময়কাল হিসেব করে দশক সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একাদশে ৬টি দলের ক্রিকেটার স্থান পেয়েছেন। দশক সেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান জায়গা পেলেও টি-.টোয়েন্টি দলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। নেই পাকিস্তানের কোনো ক্রিকেটারও। টি-টোয়েন্টির বাছাইকৃত দল নিয়ে কিছুটা বিতর্কও দেখা দিয়েছে।

একাদশে স্পেশালিষ্ট বোলার আছেন মাত্র ৩ জন- আফগানিস্তানের রশিদ খান, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। বল হাতে ২০ ওভার পূর্ণ করতে হলে হাত ঘোরাতে হবে গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরন পোলার্ডকে।

যদিও পোলার্ডের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেকর্ডের বরপুত্র হলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে পোলার্ড খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। একাদশ দেখে কেউ কেউ রসিকতা করে বলেছেন- আইপিএলের অভিজ্ঞতা দিয়েই বোধহয় পোলার্ড স্থান পেয়েছেন আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি একাদশে। দলের অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি, যিনি ওয়ানডে একাদশেও অধিনায়ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ধোনিকে অধিনায়ক দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকে। এছাড়া টি-টোয়েন্টির পরীক্ষিত অনেক ক্রিকেটারকে একাদশে স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সমর্থকরা।

একনজরে আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি একাদশ

রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে