ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ১৯ ১৩:০৪:০৪
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল

সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক মন্ডলীর সদস্যরা ইতোমধ্যেই দল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। এখন বাকি কেবল সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণার। সেটা ঘোষিত হলেই বাংলাদেশ দল ঘোষণা করবে টাইগার ক্রিকেট প্রশাসন।

শনিবার (১৯ জুন) এখবর নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি জানালেন, 'আমরা প্রাথমিক দল ঘোষণা করছি না। ১৬ সদস্যের একটি দল দিব। সেটাই চূড়ান্ত। এখনো সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূচি ঘোষণা হলে আমাদের দল ঘোষণা করা হবে। আমরা দল তৈরি করে জমা দিয়েছি।’

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৯ তারিখে দেশ ছাড়ার কথা রয়েছে টিম বাংলাদেশের।

সম্ভাব্য ১৬ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: তামিম ইকবাল, নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে