ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

অবিশ্বাস্য টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ বোলার ইশান্ত শর্মার

২০২১ জুন ২১ ১২:৩৮:৩২
অবিশ্বাস্য টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ বোলার ইশান্ত শর্মার

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে আউট করার মাধ্যমে অনন্য এই মাইলফলক স্পর্শ করেছেন ইশান্ত শর্মা। দিনের খেলা শেষ হওয়ার দুই বল বাকী থাকতে ইশান্তের বলে মোহাম্মদ শামির ক্যাচে পরিণত হন কনওয়ে।

এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসের ১৪তম বোলার হিসেবে ঘরের বাইরে তথা প্রতিপক্ষের মাটিতে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইশান্ত। ভারতীয় বোলারদের মাঝে এদিক থেকে তার অবস্থান চতুর্থ।

প্রতিপক্ষের মাঠে ৬৯ টেস্টে ২৬৯ উইকেট শিকার করে ভারতীয়দের মাঝে এই তালিকায় সবার ওপরে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। এরপরই আছেন ৬৬ টেস্টে ২১৫ উইকেট শিকার করা আরেক কিংবদন্তি কপিল দেব।

৫৪ টেস্টে ২০৭ উইকেট শিকার করে তৃতীয় স্থানে আছেন জহির খান। যেভাবে এগোচ্ছেন তাতে সহজেই উপরের দুজনকে ছাড়িয়ে যেতে পারবেন ইশান্ত শর্মা।

৭৩ টেস্টে ৩৬২ উইকেট নিয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষস্থান অজি কিংবদন্তি শেন ওয়ার্নের দখলে। অন্যদিকে ৬০ টেস্টে ৩০৭ উইকেট নিয়ে এরপরই আছেন মুত্তিয়াহ মুরালিধরণ।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে