টি-২০ তে ৩৩৩ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
ইয়র্কারে পঞ্চম বলে ব্যর্থ হলেও শেষ বলে রাবাদার করা ফুলটস বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন ফ্যাবিয়েন। শেষ বলে ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি তিনি। তাতে ভালো শুরুর পরও তীরে এসে তরী ডুবলো স্বাগতিকদের। ফলে শেষ ওভারের রোমাঞ্চে ১ রানের জয় নিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলে দক্ষিণ আফ্রিকা।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও লেন্ডল সিমন্স। যদিও তাঁরা দ্রুতগতিতে রান তুলতে পারেননি। সপ্তম ওভারে এসে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন জর্জ লিন্ডে।
২২ বলে ২২ রান করে সিমন্স ফিরলে ভাঙে তাঁদের দুজনের ৫৫ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লুইস। দুই চার ও এক ছক্কায় ২১ বলে ২৭ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। প্রতিনিয়ত লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও এদিন তিনে নামেন জেসন হোল্ডার।
যদিও সেভাবে নজর কাটতে পারেননি তিনি। লুঙ্গি এনগিদির বলে ফেরার আগে করেছেন ১১ বলে ১৬ রান। টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া শিমরন হেটমায়ারও বড় ইনিংস খেলতে পারেননি। ১০ বলে ১৭ রান করে তাবরাইজ শামসির বলে ফেরেন তিনি।
১০৪ রানে ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের আশা জাগিয়েছিলেন আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান। তবে তাঁদের দুজনকেই ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান অ্যানরিক নরকিয়া।
রাসেল ১৬ বলে ২৫ আর পুরান ফিরেছেন ২৮ বলে ২৭ রান করে। শেষ দিকে ৯ বলে ১৪ রান করেও দলকে জেতাতে পারেননি ফ্যাবিয়েন। তাতে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শামসি ও নরকিয়া।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন কুইন্টন ডি কক। এ ছাড়া রাসি ভ্যান ডান ডুসেন ৩২ ও অ্যাইডেন মার্করাম করেছেন ২৩ রান। ক্যারিবিয়ানদের হয়ে ওবেড ম্যাককয় চারটি ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৬৭/৮ (ওভার ২০) ( ডি কক ৭২, ডুসেন ৩২, মার্করাম ২৩, ম্যাককয় ৪/২২, ব্রাভো ৩/২৫)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৬/৭ (ওভার ২০) (লুইস ২৭, পুরান ২৭, রাসেল ২৫, শামসি ২/১৩, নরকিয়া ২/২৯)
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কাতার প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর
- ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিমকে নিয়ে করা পোস্ট ভাইরাল, সারা দেশে উঠেছে আলোচনার ঝড়
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
- সাকিবের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
- ব্যাপক হারে বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: নতুন করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বিসিবি
- বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
- ৩.৩ ওভারে ৫১ রান দিলেন মুস্তাফিজ, ম্যাচ শেষে তাকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন অধিনায়ক রুতুরাজ
- ১৯১ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক নাবি
- লিটন বা মিরাজ নয় চমক দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- মিরাজ বা লিটন নয় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের ঘোষণা করলো বিসিবি
- ইমরুলের পর বিসিবির মুখোশ খুলে দিলেন রুবেল হোসেন, অবাক পুরো দেশ
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ছেন যারা