ঢাকা, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

ওয়ানডেতে ৫৯৬ রানের ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

২০২২ জানুয়ারি ১৭ ১২:৫৮:৫৪
ওয়ানডেতে ৫৯৬ রানের ম্যাচ দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

দুর্দান্ত সেঞ্চুরি করে সফরকারী জিম্বাবুয়ের জন্য বিশাল সংগ্রহ এনে দেন শন উইলিয়ামস। তবে সেই অর্থে জ্বলে ওঠেননি বোলাররা। পথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার তিন হাফ সেঞ্চুরিতে সহজেই জেতে শ্রীলঙ্কা। স্বাগতিকরা ৫৯৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

রবিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় দাসুন শানাকার দল।

শ্রীলঙ্কার পক্ষে নিসাঙ্কা ও চান্দিমাল ৭৫ করে, আর আসালংকা করেন ৭১ রান। জিম্বাবুয়ের পক্ষে ৯ ওভার বল করে ৫৬ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা।

এর আগে শন উইলিয়ামসের ৮৭ বলে ১০০ ও চাকাভার ৭২ রানে ভর করে জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান করে। শ্রীলঙ্কার করুনারত্নে নেন ৩ উইকেট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে