ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

২০২২ মার্চ ১৩ ১৫:১৭:৫৯
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উত্তরবঙ্গের নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে দু’দিনের সরকারি সফর করবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। রোববার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। যারা এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে।

এর আগে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনার সংক্রমণ কমে এসেছে এবং সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আমরা আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে শিগগিরই স্কুল-কলেজে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হবে।

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে