ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুপুর ২টায় নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ওয়ানডেতে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ মার্চ ১৭ ১০:১১:৫১
দুপুর ২টায় নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ওয়ানডেতে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর সেখানে গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন করবে ক্রিকেটাররা। বাংলাদেশ দলের পুরো কোচিং স্টাফ সহ সেই অনুশীলনে থাকবেন গ্যারি কারস্টেন সহ অন্য কোচরাও। ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজ শেষ হবে সাদা পোশাকের ম্যাচ দিয়ে।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ১৮ মার্চ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডে শেষে দ্বিতীয় ওয়ানডের দুই দল পাড়ি জমাবে জোহানেসবার্গে। মাঝে একদিন বিরতি দিয়ে ২০ মার্চ বাংলাদেশ সময় দুপুর ২টায় দ্য ওয়ান্ডার্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।

২৩ মার্চ ওয়ানডে ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে আবারও দুই দল ফিরে আসবে সেঞ্চুরিয়নে। সুপার স্পোর্টস পার্কে ওয়ানডে সিরিজের শেষ ও ৩য় ম্যাচে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

এরপর টাইগাররা টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে। ওয়ানডে সিরিজ শেষ করে ৫-৬ দিন সময় পাবে টাইগাররা। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে ডারবানে পাড়ি জমাবে দুই দল। সেখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩০ মার্চ স্বাগতিকদের বিপক্ষে টাইগারার মাঠে নামবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। দ্বিতীয় টেস্ট ৮ এপ্রিল। ডারবান থেকে পোর্ট এলিজাবেথে যাবে দুই দল। সেখানে সিরিজের শেষ ম্যাচে টাইগারার মাঠে নামবে ৮ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে