ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চমক দিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ মে ১৩ ১৪:৩৮:৫৬
চমক দিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো নিউজিল্যান্ড

নিশাম সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। গত প্রায় পাঁচ বছরে তিনি টেস্ট ম্যাচ না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত যাওয়া-আসার মধ্যেই ছিলেন। গত এক বছরে তিনি খেলেছেন নয়টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে দলের চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। সাত ইনিংসে করেছেন মাত্র ৯২ রান। তবে স্ট্রাইকরেট ১৩৫.২৯। ৮.২০ ইকোনমিকে নিয়েছেন তিনটি উইকেট।

নিশামের বাদ পড়ায় কপাল খুলেছে ব্রেসওয়েলের। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা পেয়েছেন তিনি। চলতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ব্রেসওয়েলের।

সম্প্রতি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এজাজ প্যাটেল। এই স্পিনার তো ভারতের বিপক্ষে টেস্টে এক ইনিংসে একাই নিয়েছিলেন ১০টি উইকেট। বাংলাদেশ সফরেও দারুণ বোলিং করেছিলেন তিনি। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপই এবার কেন্দ্রীয় চুক্তি তালিকায় ফিরলেন এজাজ।

২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা : কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ট্রেন্ট বোল্ট, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, নেইল ওয়াগনার, উইল ইয়ং।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে