ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশাল লিড নিয়ে শেষ হলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ মে ২৬ ১৬:১৯:২৯
বিশাল লিড নিয়ে শেষ হলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

দিনের প্রথম দুই সেশনে শ্রীলঙ্কা কোনো উইকেট হারায়নি। তবে ম্যাথিউস ও চান্দিমালের ১৯৯ রানের পার্টনারশিপ থামে দলীয় ৪৬৫ রানে। ২১৯ বলে ১২৪ রানের ইনিংস খেলে এবাদত হোসেন চৌধুরীর এতে খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। ম্যাথিউস একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও অপর প্রান্তে উপর্যুপরি আঘাত হানেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

শেষপর্যন্ত সাকিব ৫টি ও এবাদত ৪টি উইকেট শিকার করেন। শেষ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস রানআউট হলে ৫০৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। তার আগে ১৬৫.১ ওভার বাংলাদেশকে খাটিয়েছে দিমুথ করুনারত্নের দল। ম্যাথিউস সাজঘরে ফেরার আগে ৩৪২ বলে ১৪৫ রান করেন, হাঁকান ১২টি চার ও ২টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ২য় সেশন শেষে)টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০ (১৬৫.১ ওভার)ম্যাথিউস ১৪৫, চান্দিমাল ১২৪, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭সাকিব ৯৬/৫, এবাদত ১৪৮/৪

শ্রীলঙ্কার লিড ১৪১ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে