ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: ৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ

২০২২ জুন ১৫ ১৯:৫৬:০৬
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: ৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৯৩টি কেন্দ্রের ফলে এগিয়ে আছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত আছেন দ্বিতীয় অবস্থানে। কায়সারের অবস্থান তৃতীয়তে রয়েছে। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৯৩টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৪ হাজার ৭৭৮ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৪ হাজার ৩৮৫ ভোট। এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৫৩ কেন্দ্রে ১৩ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।

পাঠকের মতামত:

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর



রে