ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডার র্র্যাংকিংয়ে চমক দেখালো সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ২২ ১৫:০২:১৪
সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডার র্র্যাংকিংয়ে চমক দেখালো সাকিব

চলমান বছরে আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন তিনি। আর টেস্ট ক্রিকেটে নিজের চেনা ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ তিনি ইনিংসে তিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এছাড়াও বল হাতে সর্বশেষ তিন টেস্টে তিনি তুলে নিয়েছেন ১০ টি উইকেট।

যার সুবাদে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ভারতে রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান।

তবে খুব শিগগিরই আবারও এক নম্বরের ওঠার হাতছানি রয়েছে সাকিবের সামনে। অলরাউন্ডার র্র্যাংকিংয়ে বর্তমানে এক নম্বরে অবস্থান করছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৮৫।

তালিকার তৃতীয় স্থানে থাকা ভারতের আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৪১ এবং চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারের রেটিং পয়েন্ট ৩২৯। অলরাউন্ডার র্র্যাংকিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন বর্তমান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩০৭।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে