ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ইংল্যান্ডে পৌঁছেই বিপদে বিরাট কোহলি

২০২২ জুন ২২ ১৫:৪৬:২৬
ইংল্যান্ডে পৌঁছেই বিপদে বিরাট কোহলি

করোনাভাইরাস সংক্রমণের কারণে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। এবার বেরিয়ে এল আরও একটি চমকপ্রদ খবর। ইংল্যান্ডে পৌঁছানোর পর দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও আক্রান্ত হন করোনায়। যদিও সে এখন ঠিক আছে।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মালদ্বীপ থেকে লন্ডনে আসার পরপরই কোহলি করোনায় আক্রান্ত হন। সংবাদমাধ্যমটির এক সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, কোহলিও মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে আসার পরে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ হয়ে গেছেন।’

সুস্থ কোহলিকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। মঙ্গলবার লেস্টারশায়ারের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় সতীর্থদের উদ্দীপ্ত করতে দেখা যায় কোহলিকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে কোহলিকে। নেটে সাবলীলভাবেই ব্যাট করেন তিনি। তবে দলে একের পর এক করোনার হানা কিছুটা তো দুশ্চিন্তারই ভারতীয় শিবিরের জন্য।

আগামী ১ জুলাই থেকে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২৩ জুন থেকে লেস্টারশায়ারে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে