ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্ট দেখতে, খেলতে এবং কোচিং করাতেও ভালোবাসি: দ্রাবিড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ২২ ১৭:০১:৪৮
টেস্ট দেখতে, খেলতে এবং কোচিং করাতেও ভালোবাসি: দ্রাবিড়

সাদা পোশাকের ক্রিকেটের প্রতি দ্রাবিড়ের যে কতটা ভালোলাগা, তার পরিসংখ্যানের দিকে তাকালেই তা স্পষ্ট। টেস্ট ক্যারিয়ারে ১৩ হাজারের বেশি রান করেছেন তিনি। যা ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। আর বিশ্ব ক্রিকেটে লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন দ্রাবিড়।

টেস্ট ক্রিকেট প্রসঙ্গে ভারতের প্রধান কোচ বলেন, 'আমি টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসি, খেলতেও ভালোবাসি, এমনকি টেস্টে কোচিং করাতেও আমার ভালো লাগে। আরও সামনে এগিয়ে যেতে চাই।'

এদিকে ভারতের গত ইংল্যান্ড সফরে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাতিল করা হয়েছিল দুই দলের মধ্যকার পঞ্চম টেস্ট।এবার সেই স্থগিত হওয়া টেস্ট খেলতে আবারও ইংল্যান্ড সফর করেছে ভারত। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়েছিল।

সেই সময়ে ইংলিশরা টেস্টে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। তবে সেই খারাপ সময়ে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে তারা। দ্রাবিড় মনে করেন, আগের সফরের ইংল্যান্ড দল আর বর্তমান ইংল্যান্ড দলের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তবে নিজের দল নিয়ে আশাবাদী তিনি।

দ্রাবিড় বলেন, 'গত বছর আমরা যখন সেখানে খেলেছিলাম, সেই সময়ের তুলনায় এখনকার পরিস্থিতি কিছুটা ভিন্ন, তখন ইংল্যান্ড যখন কিছুটা বাজে ফর্মে ছিল। কিন্তু (সম্প্রতি) তারা (নিউজিল্যান্ডের বিপক্ষে) বেশ কয়েকটি ভালো ম্যাচ খেলেছে। তবে আমরা বেশ ভালো একটি দল পেয়েছি। আশা করি, ভালো একটা ম্যাচ হবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে