ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজের লক্ষ্যের কথা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ২২ ১৭:২৮:৫৬
নিজের লক্ষ্যের কথা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরলেন তাসকিন

আবারও নিজের সেই খারাপ সময় কাটিয়ে অমানুষিক পরিশ্রম শেষে আবারও জাতীয় দলের অপরিহার্য হয়ে উঠেছেন এই পেসার। যার ফলে সব ফরম্যাটেই তাসকিনকে পেতে চায় দলের অধিনায়করা। কিন্তু ইনজুরিপ্রবণ তাসকিনের জন্য যা কষ্টকরই বটে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তাসকিন।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাসকিন কি তবে বেছে বেছে খেলবেন? কিন্তু এই পেসারের এমন কোনো ইচ্ছা নেই। বরং সব ফরম্যাটেই খেলে যেতে চান এই পেসার। তাসকিন গণমাধ্যমে জানিয়েছেন, যদি না পারেন সব ফরম্যাটের ধকল সইতে, তবে নিজেই জানিয়ে দিবেন। তবে এই মুহূর্তে সব ফরম্যাটেই খেলে যেতে চান এই পেসার।

গণমাধ্যমে তাসকিন বলেন, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই ভাই, সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার রাইট টাইম। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ওই সময় আসেনি যে, আই নিড রেস্ট। যদি কখনও মনে হয় ম্যানেজ করতে পারছি না, তখন। কিন্তু এখনও ওই সময় হয়নি।’

নিজের ইনজুরি ইস্যুতে এই পেসার আরও যোগ করেন, ‘যেকোনো সময় যেকোনো মুহূর্তে ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন (হাসি)। তো এইটা আসলে ভয় পেয়ে লাভ নাই, ইনজুরি হতেই পারে। যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব।

ইনজুরি হলে রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুরড হন, তাহলে তো এটাও বলতে পারেন মুক্তিযোদ্ধোরা কেন শহীদ হয়েছে? দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। হলে আবার চেষ্টা করব, এইটাই।

আসলে প্রত্যেকটা সিরিজই টাফ। ইনজুরড থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালঞ্জ নিতেই হবে। ওভাবেই আগাব। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন। হাতে যা আছে তার পুরোটা দেব। এরপর ইনজুরি হলেও নিজেকে বোঝানো যায় আমি নিজের পুরোটা দিয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে