ঢাকা, সোমবার, ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস ফাস্ট বোলার হতে চাই : তাসকিন আহমেদ

২০২২ জুন ২২ ২০:১৮:২৯
আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস ফাস্ট বোলার হতে চাই : তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরে ওয়ানডে এবং টি-২০ সিরিজে খেলতে আগামী ২৪ জুন ঢাকা ত্যাগ করবেন তাসকিন আহমেদ। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে রয়েছেন তাসকিন। তবে বর্তমানে জাতীয় দলের জার্সি তিনে তিন ফরম্যাটেই খেলতে চান তাসকিন আহমেদ।

গণমাধ্যমকে আজ তাসকিন আহমেদ বলেন, “আমি সব ফরম্যাটে খেলতে চাই ভাই, সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার রাইট টাইম। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ওই সময় আসেনি যে, আই নিড রেস্ট। যদি কখনও মনে হয় ম্যানেজ করতে পারছি না, তখন। কিন্তু এখনও ওই সময় হয়নি।”

বিশ্বমানের ফুটবলার হতে হলে অবশ্যই সব সময় তাসকিনকে ফিট থাকতে হবে। ইনজুরিকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তবে মাঠে খেলতে গেলে বাধা আসবে এবং সেই বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তাসকিন।

“যেকোনো সময় যেকোনো মুহূর্তে ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন (হাসি)। তো এইটা আসলে ভয় পেয়ে লাভ নাই, ইনজুরি হতেই পারে। যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব”।

“ইনজুরি হলে রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুরড হন, তাহলে তো এটাও বলতে পারেন মুক্তিযোদ্ধোরা কেন শহীদ হয়েছে? দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। হলে আবার চেষ্টা করব, এইটাই”।

“আসলে প্রত্যেকটা সিরিজই টাফ। ইনজুরড থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালঞ্জ নিতেই হবে। ওভাবেই আগাব। দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন। হাতে যা আছে তার পুরোটা দেব। এরপর ইনজুরি হলেও নিজেকে বোঝানো যায় আমি নিজের পুরোটা দিয়েছি”।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে