ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

টেস্ট ক্রিকেট: ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ

২০২২ জুলাই ০২ ১৭:০৫:৩৯
টেস্ট ক্রিকেট: ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ

টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ভারতের নতুন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।

এতোদিন টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ন লারার। তিনি ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার পিটারসনের বলে ২৮ নিয়েছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার জর্জ বেইলিও জেমি অ্যান্ডারসনের বলে ২০১৩ সালে ২৮ নিয়েছিলেন।

বুমরাহ এদিন ব্রডের ওভারে ৩৫ রান (৪,৫+ওয়াইড ,৬+নো ,৪ ,৪ ,৪ ,৬ ,১) নেন।

স্টুয়ার্ট ব্রডের ওভারে ৩৫ রান সংগ্রহ করে ভারত। প্রথম বলে চার মারেন বুমরাহ। দ্বিতীয় বল ওয়াইড হয় এবং বাউন্ডারির বাইরে চলে যায়। সেই বলে ৫ রান ওঠে। পরে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। পরের ৩টি বলে ৩টি চার মারেন জসপ্রীত। ওভারের পঞ্চম বলে ফের ছক্কা মারেন বুমরাহ। শেষ বলে ১ রান নেন জসপ্রীত। ১টি ওয়াইড ও ১টি নো বল-সহ ওভারের ৮টি বলে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান ওঠে।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে