ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টি নয় অন্য যে কারনে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের টস হতে বিলম্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০২ ২৩:৫৫:৫৩
বৃষ্টি নয় অন্য যে কারনে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের টস হতে বিলম্ব

পাঁচ বছর পর প্রথম কোনো আন্তর্জাতিক ম‍্যাচ হতে যাচ্ছে ডমিনিকায়। আট বছর পর হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। উইন্ডসর পার্কের জন‍্য এটা একরকম নতুন শুরুই। সবশেষ ভারত দল থেকে একগাদা পরিবর্তন এনে নতুন শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজও। স্বাগতিকদের মতো অতো না হলেও বেশ কিছু পরবির্তন আছে বাংলাদেশ দলেও।

টি-টোয়েন্টিতে এখনও নিজস্ব ঘরানা খুঁজে ফেলা দলটিও একরকম নতুন শুরু করতে চায় ক‍্যারিবিয়ানে।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে কেমন ব‍্যাটিং প্রয়োজন, সেটা যেন এখনও বুঝে উঠতে পারছে না বাংলাদেশ। তবে শিগগির একটা পথ খুঁজে পাওয়ার আশায় দল। ডট বলের সংখ‍্যা কমিয়ে, বাউন্ডারির সংখ‍্যা বাড়িয়ে, পাওয়ার প্লে কাজে লাগিয়ে লড়াইয়ের পুঁজি গড়ার চেষ্টা করছে মাহমুদউল্লাহর দল। সেটা তারা কতটা করতে পারবেন, এই কৌশল কতটা কার্যকর হবে, সেটার একটা পরীক্ষা হয়ে যাবে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে। টস হতে দেরি

বিরূপ আবহাওয়ার জন‍্য যথা সময়ে শেষ করা যায়নি মাঠ প্রস্তুতের কাজ। ফলে নির্ধারিত সময়ে টস করা যায়নি ডমিনিকায়। তাই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি নির্ধারিত সময়ে শুরু করা নিয়ে জেগেছে শঙ্কা।

নতুন শুরুর আশায় বাংলাদেশ

পাঁচ বছর পর প্রথম কোনো আন্তর্জাতিক ম‍্যাচ হতে যাচ্ছে ডমিনিকায়। আট বছর পর হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। উইন্ডসর পার্কের জন‍্য এটা একরকম নতুন শুরুই। সবশেষ ভারত দল থেকে একগাদা পরিবর্তন এনে নতুন শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজও। স্বাগতিকদের মতো অতো না হলেও বেশ কিছু পরবির্তন আছে বাংলাদেশ দলেও।

টি-টোয়েন্টিতে এখনও নিজস্ব ঘরানা খুঁজে ফেলা দলটিও একরকম নতুন শুরু করতে চায় ক‍্যারিবিয়ানে।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। টি-টোয়েন্টি ক্রিকেটে কেমন ব‍্যাটিং প্রয়োজন, সেটা যেন এখনও বুঝে উঠতে পারছে না বাংলাদেশ। তবে শিগগির একটা পথ খুঁজে পাওয়ার আশায় দল। ডট বলের সংখ‍্যা কমিয়ে, বাউন্ডারির সংখ‍্যা বাড়িয়ে, পাওয়ার প্লে কাজে লাগিয়ে লড়াইয়ের পুঁজি গড়ার চেষ্টা করছে মাহমুদউল্লাহর দল। সেটা তারা কতটা করতে পারবেন, এই কৌশল কতটা কার্যকর হবে, সেটার একটা পরীক্ষা হয়ে যাবে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে