ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ইমরুল-নাইমের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৩ ১৮:৩৭:১৩
ইমরুল-নাইমের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব

রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামে জয়ের জন্য ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাকির হাসানের দল। ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ টাইগার্স। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরির বলে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

প্রথম ইনিংসে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য এদিন ফিরেছেন মাত্র ৯ রানে। এরপর অবশ্য ইমরুলকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন নাইম। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২২.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ টাইগার্স। ইমরুল হাফ সেঞ্চুরিও পেলেও নাইম অপরাজিত ছিলেন ৪৭ রানে। আর হাফ সেঞ্চুরি পাওয়া ইমরুল অপরাজিত ছিলেন ৬৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে।

এর আগে ব্যাটিং করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় এইচপি। আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা শাহাদাত হোসেন দিপু আউট হয়েছেন ৪০ রানে। মোহাম্মদ হালিমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন আইচ মোল্লাহ। ৬৫ বলে ১৫ রান করা আইচকে ফেরান আবু হায়দার।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মৃত্যুঞ্জয়ও। লেগ বিফোরের ফাঁদে ফেলে মৃত্যুঞ্জয়কে আউট করেন স্পিনার নাঈম হাসান। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে রিশাদ হোসেনের ৩১ ও এনামুল হকের ২৩ রানের সুবাদে ২১৭ রান তোলে এইচপি। বাংলাদেশ টাইগার্সের হয়ে তানভীর চারটি ও আবু হায়দার তিনটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

হাই পারফরম্যান্স ইউনিট (প্রথম ইনিংস) - ২২৭/১০ (৭২.১ ওভার) (মাহফিজুল ৪৭, তানজিদ ১১, শাহাদাত ২১, হৃদয় ৭, আইচ ২৯, আকবর ৪১, মৃত্যুঞ্জয় ৩৭; হাসান ৩/৪৩, নাঈম ৫/৬৭, রাহি ১/৪০)

বাংলাদেশ টাইগার্স (প্রথম ইনিংস)- ৩১৮/৯ (৮৭.৫ ওভার) (সৌম্য ৮১, ফজলে রাব্বি ৮৯, ইমরুল ২৪, তানভীর ২৩*, নাঈম ২১, জাকির ১৪; মুগ্ধ ২/৩৯, মৃত্যুঞ্জয় ৩/৪৮)

হাই পারফরম্যান্স ইউনিট (দ্বিতীয় ইনিংস)- ২১৭/১০ (৭৪.৫ ওভার) (তানজিদ ৩৩, দিপু ৪০, রবিন ২৭, রিশাদ ৩১, এনামুল ২৩; তানভীর ৪/৩৫,আবু হায়দার ৩/৩৫)

বাংলাদেশ টাইগার্স (দ্বিতীয় ইনিংস)- ১৩১/১ (২২.৩ ওভার) (ইমরুল ৬৮*, নাইম ৪৭*, সৌম্য ৯; মৃত্যুঞ্জয় ১/৩৪)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে