ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন বুমরাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৪ ১৭:১৪:৩৭
টেস্ট ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন বুমরাহ

কুমার ও জাহির খানকে। ২০২১-২২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার ঝুলিতে চলে এসেছে ২১টি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি ৬৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন।

ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সব চেয়ে বেশি উইকেট সংগ্রাহক যাঁরা:

১) জসপ্রীত বুমরা, ২১ উইকেট (২০২১-২২ মরশুম)২) ভুবনেশ্বর কুমার, ১৯ উইকেট (২০১৪)৩) জাহির খান, ১৮ উইকেট (২০০৭)৪) ইশান্ত শর্মা, ১৮ উইকেট (২০১৮)৫) সুভাষ গুপ্তে, ১৭ উইকেট (১৯৫৯)

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস লিখেছিলেন বুমরা। ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ব্রিটিশ জোরে বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে বুমরা নিয়েছিলেন ৩৫ রান (৪, ৫ (ওয়াইড), ৬ (নো বল), ৪, ৪, ৪, ৬, ১ )। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এটাই সর্বাধিক রানের রেকর্ড এখন। ব্রায়ান লারার রেকর্ড ভেঙে ইতিহাস লিখেছেন বিশ্ববন্দিত জোরে বোলার। বুমরা ব্যাট থেকে এসেছে ২৯ রান। ৬ রান (৫ ওয়াইড, ১ নো বল) হয়েছে অতিরিক্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে