ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলকে শক্তিশালী করতে ‘ফ্রি’তে দূর্দান্ত দুই ফুটবলারকে দলে ভেড়ালো বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুলাই ০৫ ১২:১৩:৩৩
দলকে শক্তিশালী করতে ‘ফ্রি’তে দূর্দান্ত দুই ফুটবলারকে দলে ভেড়ালো বার্সেলোনা

বুধবার আনুষ্ঠানিকভাবে এ দুজন খেলোয়াড়কে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। চার বছরের চুক্তিতে কেসি ও ক্রিশ্চেনসেনের বাই আউট ক্লজ ধরা হচ্ছে ৫০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ এই অর্থ পরিশোধ করে যেকোনো ক্লাব তাদের যেকোনো সময় কিনতে পারবে।

ইতালিয়ান ফুটবলে আটলান্টার হয়ে ২০১৬-১৭ মৌসুমে আলো ছড়ান কেসি। পরের মৌসুমে তাকে ধারে দলে ভেড়ায় এসি মিলান। সেখানে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ২০১৯ সালে ৩৩ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয় ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। সবমিলিয়ে এসি মিলানে পাঁচ বছর ছিলেন কেসি, জিতেছেন সিরি আ শিরোপা।

অন্যদিকে ২৬ বছর বয়সী সেন্টাক-ব্যাক ক্রিশ্চেনসেন ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন চেলসিতে। ২০১৪তে অভিষেকের পর থেকে ক্লাবটির হয়ে ১৬১ ম্যাচ খেলেছেন তিনি। চেলসির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন ক্রিশ্চেনসেন। মাঝে ২০১৫ থেকে ২০১৭ সাল ধারে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখে খেলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে