ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

বৃষ্টি নিয়ে সুখবর জানাল আবহাওয়া অফিস

২০২২ জুলাই ১৩ ১৭:১৬:৫৬
বৃষ্টি নিয়ে সুখবর জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস জানায়, মূলত বায়ুমণ্ডলে জলীবাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং বৃষ্টি না হওয়ায় স্বাভাবিকের তুলনায় গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে।

পূর্বাভাসে জানানো হয়, বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় ১৬ জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি বিভাগগুলোর কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে আসবে।

এদিকে, গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীসহ দেশের মানুষ। ঈদের ছুটিতে ঘুরতে বা প্রয়োজনে বেরিয়ে তারা পড়েছেন ভোগান্তিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে