ঢাকা, সোমবার, ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

২০২২ আগস্ট ০৫ ১০:২৪:৫২
শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। মার্কুইনো মাইন্ডলির বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ১৩ বলে কোনো রান করতে না পেরে আউট হন তরুণ এই ওপেনার। জয় ফেরার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। তবে তাদের জুটিকে দীর্ঘস্থায়ী হতে দেননি মার্কুইনো।

জয়ের পর সাইফকেও ফেরান ডানহাতি এই পেসার। মার্কুইনোর গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। চারটি চারের সাহায্যে ৩১ বলে ২০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। দ্রুতই ফেরেন ফজলে মাহমুদ রাব্বি।

৬ বলে ১ রান করে মার্কুইনোর বলে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। রাব্বি ফেরার পর আউট হয়েছেন সাদমানও। জাস্টিন গ্রিভসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ১৭ রান করেছেন সাদমান।

বাঁহাতি এই ব্যাটারের দ্রুতই আউট হয়েছেন জাকির হাসান। জাস্টিনের মিডল স্টাম্পের বলের লাইন মিস করে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জাকির।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’ দল- ৬৬/৫ (২২ ওভার) (জয় ০, সাইফ ২০, সাদমান ১৭, মিঠুন ১৩*, জাকির ৭)

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে