ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

ইংল্যান্ডে ব্যাট ও বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন মোহাম্মদ আশরাফুল

২০২২ আগস্ট ০৭ ১০:০৫:৪৪
ইংল্যান্ডে ব্যাট ও বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন মোহাম্মদ আশরাফুল

সেখানে প্রতি ম্যাচই ম্যাচ জয় অবদান রাখছেন মোঃ আশরাফুল। গতকাল ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেখানে বল হাতে প্রথমে ৪ উইকেটে তুলে নেয়ার পর পর ব্যাট হাতে করেছেন ৫৬ রান।

ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব। এই দিন বল হাতে ইনিংসের সেরা বোলিং করেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ে ৩৭.১ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাব।

বল হাতে ১০ ওভারে একটি মেডইন সহ ৩৬ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়াও ব্যাট হাতে জ্বলে ওঠেন মোঃ আশরাফুল। ৪২ বলে নয়টি চারের সাহায্যে ৫৬ রান করে আউট হয়ে যান মোহাম্মদ আশরাফুল। তবে ৩০.১ ওভারে ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় মোঃ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে