ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে: মঈন আলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০৭ ১৮:০৬:২৭
কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে: মঈন আলি

ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের মধ্যে জস বাটলার, জো রুট, বেন স্টোকসরা গত কয়েকদিনে ব্যস্ত সূচির কথা জানিয়ে নিজেদের বিশ্রামহীনতার প্রসঙ্গে কথা বলেছেন। এদের মধ্যে স্টোকস তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন। সেই খবর জানিয়েও বিশ্রামহীনতার কথা বলেছিলেন স্টোকস।

একই মত মঈন আলির। তার মতে, কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। সংবাদমাধ্যমে মঈন বলেছেন, ‘তরুণ বয়সে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় কোনো বিশ্রাম মেনে নিতে পারতাম না। কিন্তু এখন এটি যুক্তিযুক্ত ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে কিছু টেস্ট বা ওয়ানডে ম্যাচ মিস করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, কিছু একটা করতে হবে। আমি ভয় পাচ্ছি কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। কারণ এটি লম্বা ও একঘেয়ে একটি ফরম্যাট। আপনার এখন টি-টোয়েন্টি আছে, দারুণ জমজমাট সব টেস্ট ম্যাচ আছে। সেখানে ওয়ানডে পড়ে আছে মাঝামাঝিতে। এই মুহূর্তে ওয়ানডেকে কোনো গুরুত্বই দেওয়া হয় না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে