ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় ধরনের শিক্ষা হয়েছে আমাদের : রাসেল ডোমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০৮ ১৫:৫৪:০৪
বড় ধরনের শিক্ষা হয়েছে আমাদের : রাসেল ডোমিঙ্গো

কিন্তু জিম্বাবুয়ের মাটিতে নাকানি চুবানি খেতে হচ্ছে টাইগারদের। প্রথম ওয়ানডে ম্যাচে ৩০৩ রান এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের টার্গেটে জয়লাভ করেছে জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর থেকে অপরাজিত থাকা পর এবারে সিরিজের প্রথম দুই ম্যাচেই হারে বড় ধরনের শিক্ষা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, “গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা ঠিক হবে না। তবে এটা ঠিক যে, অনেক কাজ বাকি আমাদের। তারা চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করতে পারিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্য ভাল যে, এসব ম্যাচে পয়েন্ট নেই।”

ডমিঙ্গো আরো বলেন,, “দুটি ম্যাচেই জিম্বাবুয়ে ৬০/৩, ৪০/৪ ছিল। আমাদের ছেলেরা চাপ সহ্য করতে পারেনি। বেশি আলগা বল করে করেছে, বাজে ফিল্ডিং করেছে। ক্রিকেটাররা অনেক পরিশ্রম করছে, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটি খুবই হতাশার।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে