ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডোমিঙ্গো কোচ হিসেবে অনেক জ্ঞানী: বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ০৯ ১৬:৫১:৫৪
ডোমিঙ্গো কোচ হিসেবে অনেক জ্ঞানী: বিসিবি

বাংলাদেশের ক্রিকেট উন্নতিতে বড় ভূমিকা রেখেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কঠোর এই কোচ মাঠ, মাঠের বাইরে সবকিছুই নিজের নিয়ন্ত্রণ রেখেছিলেন দক্ষ হাতে। দল পরিচলনায় নিজের পরিকল্পনা, নিজের সিদ্ধান্তকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সিনিয়র ক্রিকেটারদেরও সামলে নিতেন খুব সহজে। কড়া হেডমাস্টার হিসেবে পরিচিত এই কোচের মতো দল পরিচালনায় ডমিঙ্গোর আগ্রাসন চান জালাল ইউনুস।

জালাল ইউনুসের মতে, ‘প্রত্যেক কোচের কোচিং মেথড আলাদা। কেউ একটু এগ্রেসিভ হয়, কেউ হয় না। হাথুরুর (হাথুরুসিংহে) কোচিং স্টাইলটা ছিল এগ্রেসিভ, যেটা আমাদের দরকার। কিন্তু আমাদের যারা সাপোর্টিং স্টাফ আছেন প্রত্যেকেই জ্ঞানী। বিশেষ করে হেড কোচ। কিন্তু সে হয়তো ওই ধরনের এগ্রেসিভ না। যেটা আমরা চাই, এগ্রেসিভ হলে খেলোয়াড়কে ওইভাবে মোটিভেট করতে পারে।

জালাল ইউনুস আরো জানান, ‘এমন একজন কোচ দরকার যে ট্রান্সফর্ম করবে। যে ক্রিকেটার স্লো ক্রিকেট খেলে তাকে যেন অ্যাটাকিং ক্রিকেটের জন্য প্রস্তুত করতে পারে। আমরা এমন কোচ চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে