ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশরাফুলের লজ্জার রেকর্ডে ভাগ ভসালেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ১০ ২২:৫০:০২
আশরাফুলের লজ্জার রেকর্ডে ভাগ ভসালেন মুশফিকুর রহিম

তবে ব্যাট হাতে এই দিন শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান। তার মধ্যে রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেই সাথে মোঃ আশরাফুলের সাথে লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৩১ বার ডাক মেরেছেন মোহাম্মদ আশরাফুল। বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন মুশফিকুর রহিম। যৌথভাবে তিনি এখন বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ডাকের মালিক।

আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩ বল খেলেও কোনো রান করতে পারেননি মুশফিকুর রহিম। এই নিয়ে ওয়ানডেতে তিনি ডাক মেরেছেন ১১ বার। এছাড়াও টেস্টে ১২ বার এবং টি-টোয়েন্টিতে ৮ বার শূন্য রানে আউট হয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ জাতীয় দলে জার্সিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মোর্তজা। ক্যারিয়ারের মোট ৩৬ তার শূন্য রানে আউট হয়েছেন তামিম ইকবাল। এছাড়াও ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার ২৫ ডাক নিয়ে রয়েছেন তালিকার চার নম্বরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে