ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

মাশরাফির দল ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ১২ ১৫:২১:২০
মাশরাফির দল ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়কের নাম ঘোষণা

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচে মাঠে নামাবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। আগামী ১৫ আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে মরগানের নেতৃত্বেই আবার মাঠে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। এই ম্যাচকে সামনে রেখে দুটি দলেরই ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে আয়োজকরা। মাশরাফির সঙ্গে খেলতে দেখা যাবে হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়াদের।

আর ইন্ডিয়া মহারাজাসের হয়ে খেলতে দেখা যাবে বীরেন্দর শেবাগ, ইউসুফ পাঠান, হরভজন সিং ও আর পি সিংদের। লিজেন্ডস লিগ ক্রিকেটের এবারের আসরের আয়োজক ভারত। ভারতের মোট ছয়টি শহরে অনুষ্ঠিত হবে লিজেন্ডস লিগের এবারের আসর।

কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কোটাক এবং রাজকোটে অনুষ্ঠিত হবে এবারের আসরের সবগুলো ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ৮ অক্টোবর। এ প্রসঙ্গে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজকরা।

সেখানে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, 'এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমার স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদযাপন করছি। গর্বিত ভারতীয় হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এবারের লিগটা ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষের প্রতি উৎসর্গ করেছি।'

ইন্ডিয়া মহারাজস স্কোয়াড- সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শান্তাকুমারান শ্রীশান্থ, হরভজন সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জাগিন্দার শর্মা ও রিতেন্দার সিং সোধি।

ওয়ার্ল্ড জায়ান্টস- ইয়ন মরগান (উইকেটরক্ষক), ল্যান্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন ও দীনেশ রামদিন (উইকেটরক্ষক)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে