ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

6,6,6,6,6,6,4,4,4 চার ছক্কার ঝড়ে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ১৫ ০৯:৫৩:৩৬
6,6,6,6,6,6,4,4,4 চার ছক্কার ঝড়ে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড

১৫ বলের প্রথমটিতে কোনো রান নিতে পারেননি রসিংটন। পরের বলে ৩ রান নেন। তৃতীয় ও চতুর্থ বলে দুটি বাউন্ডারি হাঁকান। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি। এরপর ষষ্ঠ বলে ৪ হাঁকান। সপ্তম, অষ্টম, নবম ও দশম বলে পর পর চার-চারটি ছক্কা হাঁকান।

একাদশ বলে কোনো রান নেননি। দ্বাদশ বলে হাঁকান আরও একটি ছক্কা। ত্রয়োদশ ও চতুর্দশ বলে সিঙ্গেল নেন। আর পঞ্চদশ তথা ১৫তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন। তার রান ৪৭ থেকে হয়ে যায় ৫৩। শেষ পর্যন্ত ২৫ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬৬ রান করে আউট হন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৬৪।

তার বিস্ফোরক ইনিংসে ভর করে মাত্র ৮২ বলেই ১৪৩৩ রানের টার্গেট ছুঁয়ে ফেলে লন্ডন স্পিরিট। ম্যাচসেরাও হন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে