ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফুটবলে আলোকবর্তিকা হয়ে আসছেন হামজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ২৩ ২১:৫০:০৬
বাংলাদেশের ফুটবলে আলোকবর্তিকা হয়ে আসছেন হামজা

ওয়ার্টফোর্ড কোচ মনে করছেন, যদি শেষ পর্যন্ত হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটা নিয়েই ফেলেন, তবে এ দেশের ফুটবলে তিনি রোলমডেল হয়ে যাবেন।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব এডওয়ার্ডস বলেন, ‘সে যদি এটা (বাংলাদেশের হয়ে খেলা) করতে সিদ্ধান্ত নেয়, তাহলে কাজটা অসাধারণ হবে। বাংলাদেশি শিশুদের জন্য সে হবে রোলমডেল, যাকে দেখে তারা মনে করতে পারবে, হ্যাঁ, আমি এটা করতে পারব।’

বাংলাদেশে যোগ দিলে হামজাকে দেখে আরও অনেকেই খেলাটার প্রতি ঝুঁকতে পারে বলে বিশ্বাস ওয়াটফোর্ড কোচের। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে হামজা সেই আলোকবর্তিকা হতে পারবে, যাকে দেখে লোকজন খেলাটার দিকে ঝুঁকতে পারবে। যদি সে এটা করে, তাহলে এটা অনেক মানুষের জন্য ইতিবাচকই হবে।’

প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে এক মৌসুমের জন্য ধারে ওয়াটফোর্ডে খেলছেন হামজা। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসাই করলেন দলটির কোচ।

ওয়ার্টফোর্ড কোচ বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা দারুণ আনন্দের। সে এমন এক খেলোয়াড় যে তার সামর্থ্যের সবটুকু ঢেলে দেয় অনুশীলনে। সে বেশ ইতিবাচক, আর সেটা তার পারফরম্যান্স দেখলেই আপনি বুঝে যাবেন। তাকে নিয়ে যত প্রশংসা করি, কমই থেকে যাবে।’

বয়স অল্প। হামজার সেরা ফুটবলটা এখনও সামনে পড়ে আছে, মনে করেন এওয়ার্ডস, ‘তার সেরাটা আসার এখনও বাকি, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে দারুণ এক তরুণ খেলোয়াড়, মানুষ হিসেবেও সে অসাধারণ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে