ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

মাঠেই বিয়ের প্রস্তাব পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

২০২২ সেপ্টেম্বর ২৪ ১৯:৩৬:২৮
মাঠেই বিয়ের প্রস্তাব পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

বাবরের তেমনি একজন ক্রিকেটপ্রেমী বেশ আলোচনায় এখন। এই নারী ভক্ত বাবরকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছেন। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গতকাল শুক্রবার করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় টিভি ক্যামেরায় এই নারী সমর্থককে দেখা যায়। তাঁর হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘বাবর, আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি?’

ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সেই নারী সমর্থক। সেখানে তিনি বলেন, ‘আমার মা অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এখন হাঁফিয়ে উঠেছেন। যদি বাবর ওই পোস্টার দেখতে পান, তা হলে তিনি খুব খুশি হবেন।’

গত বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেন বাবর। অবশ্য গতকাল মাত্র ৮ রান করেন। আর সেই ম্যাচে তাঁর দল হারে ৬৩ রানে।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে