ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ভারতীয় দলের গড় বয়স বেড়েছে ৭ বছর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ২৫ ১৯:৩০:৩৯
ভারতীয় দলের গড় বয়স বেড়েছে ৭ বছর

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের গড় বয়স ছিল ২৩ বছর ৬ মাস। যা ২০২২ সালের বিশ্বকাপে বেড়ে দাঁড়িয়েছে ৩০ বছর ৪ মাসে। অর্থাৎ, ১৫ বছরের ব্যবধানে ভারতের তরুণ দলটি অভিজ্ঞতার ভিড়ে তাদের ঘোষিত স্কোয়াডে গড় বয়স বাড়িয়েছে প্রায় ৬ বছর ১০ মাস।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন অজিত আগারকার। সেই সময় এই ক্রিকেটারের বয়স ছিল ২৯ বছর। এরপরের নাম বিরেন্দর শেবাগ, তখন এই হার্ডহিটারের বয়স ছিল ২৮ বছর। হরভাজন সিং (২৭ বছর) এবং অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিলেন ২৬ বছর বয়সী।

দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন ১৮ বছর বয়সী পিজুস চাওলা। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন সেই দলে। তবে বয়স ছুঁয়েছিল মাত্র ২০ বছর।

সেই রোহিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেবেন ৩৫ বছর বয়সে। সেই দলে কোনো ত্রিশ বছর বয়সী ক্রিকেটারই ছিল না। অথচ এবারের দলে ত্রিশ বছর পেরোনো ক্রিকেটার আছেন ৯ জন। যাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ২০০৭ বিশ্বকাপেও খেলা দিনেশ কার্তিক। তিনি ৩৭ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও সুযোগ পেয়েছেন।

এরপরের নাম রবিচন্দ্রন অশ্বিনের। এই মিস্ট্রি স্পিনারের বয়স ৩৬ বছর। এরপরের নামই অধিনায়ক রোহিতের। এছাড়াও ত্রিশোর্ধ্ব অন্য ক্রিকেটাররা হলেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার জাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং হার্শাল প্যাটেল।

ভারতের এবারের ঘোষিত স্কোয়াডের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার আর্শদীপ সিংয়ের বয়সও ২৩ বছর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে