ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাব্বির-মিরাজ দেখে অবাক পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ২৮ ২০:২২:১৪
সাব্বির-মিরাজ দেখে অবাক পাপন

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এই জুটির শুরু। এরপর থেকে এখন পর্যন্ত টানা তিন ম্যাচেই ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছে মিরাজ-সাব্বির। অথচ প্রথমবারের মতো এই জুটি ওপেনিংয়ে নামছে শুনে অবাকই হয়েছেন বাংকাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিসিবিতে কেক কাটতে বোর্ড কর্মকর্তাদের নিয়ে উপস্থিত হন বিসিবি বস। সেখানে টাইগারদের ওপেনিং পজিশন নিয়ে কথা বলেন পাপন। তিনি ওপেনিংয়ে মিরাজ-সাব্বির জুটি নিয়ে বলেন,

‘আসলে ওপেনিং এইগুলো চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম মেহেদী হাসান মিরাজ ও সাব্বির নামবে। আমি তো অবাক। আমি খালি বলেছিলাম, আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি, দেখিনি।

আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’

ফর্মে না থাকা সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে পাপন আরও যোগ করেন, ‘আমাদের দেশে কমন একটা বিষয় হচ্ছে ডান-বাম ভারসাম্য রাখা। তামিম ইকবাল যেহেতু আর টি-টোয়েন্টি খেলছে না, তাই আমাদের কাছে লেফটহ্যান্ড অপশন আছে দুটা-সৌম্য আর শান্ত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে