ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাঠে বসে কখনও খেলা দেখনি, এবার দেখবো: মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ সেপ্টেম্বর ৩০ ২২:১২:১২
মাঠে বসে কখনও খেলা দেখনি, এবার দেখবো: মাহমুদউল্লাহ

যে ৭ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে দিয়ে লোগো উন্মোচন করানো হয়েছে মঞ্চে তার একজন ছিলেন মাহমুদউল্লাহ। লোগো উন্মোচন শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন এই দেশের অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার।

হকির ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য শুভকামনা জানিয়ে রিয়াদ বলেছেন, ‘আমার মনে হয় হকি ফ্র্যাঞ্চাইজি লিগ খুব ভালোই হবে। আমরা যেটা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল খেলি সেটা ভালো একটা টুর্নামেন্ট হয় এবং আমাদের সেরা টুর্নামেন্ট বাংলাদেশের। ইনশাআল্লাহ হকিতেও শুরু হচ্ছে। হকির টুর্নামেন্টেও অনেক সুন্দর হবে আশা করি।’

ক্রিকেটের তারকা খেলোয়াড়ের হকি নিয়েও আছে কিছু স্মৃতি, ‘হকি নিয়ে আমরা একটাই স্মৃতি। তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি। ঐসময় একটা স্কুল হকি টুর্নামেন্ট ছিল। স্কুল টুর্নামেন্টের বাছাইয়ের জন্য সম্ভবত একদিন বা দুই দিন গিয়েছিলাম। তখন ঐ এক-দুইদিন হকি স্টিক নিয়ে একটু নাড়াচাড়া করেছি আর কি।’

বাছাইয়ে টিকেছিলেন কি? ‘না টিকিনি। টিকিনি দেখেই তো আলহামদুলিল্লাহ ক্রিকেটে আছি।’ মাঠে বসে কখনও হকি খেলা দেখেছেন? এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘মাঠে বসে কখনো হকি খেলা দেখা হয়নি, আশা করছি এবার দেখা হবে।’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও পরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য রাতে দেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। তবে দলের জন্য শুভকামনা জানিয়ে রিয়াদ বলেছেন, ‘টিম যাচ্ছে বিশ্বকাপ খেলতে। ইনশাআল্লাহ আমাদের দল ভালো করবে।’

টাইগারদের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমরা শুভেচ্ছা সবসময়ই থাকবে। আমাদের দল যেন ভালো পারফরম করে। আমরা তো সবসময়ই চাইবো ভালো করুক। আপনারা কি চান? চ্যাম্পিয়ন হতে চান? তাহলে আমিও চাই টিম চ্যাম্পিয়ন হোক।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে