ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রেকিং নিউজ: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং, প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ অক্টোবর ২৪ ১৪:৫৯:৪৩
ব্রেকিং নিউজ: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং, প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

এছাড়াও ঘূর্ণিঝড়ের পাশাপাশি অমাবস্যার কারণে বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে বরগুনা জেলা প্রশাসন।

এ সভায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (পিপিপি) বরগুনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া বলেন, বরগুনার বেতাগী এবং বামনা উপজেলা ব্যতীত জেলার বাকি চার উপজেলায় মোট ৮ হাজার ৪৬০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ১০ কিলোমিটার বেড়িবাঁধ বেশি ঝুঁকিপূর্ণ। ভেঙে গেলে দ্রুত মেরামত করা প্রস্তুতি আছে।

ডিসি হাবিবুর রহমান বলেন, বরগুনায় প্রায় চার লাখ মানুষের আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মোট আশ্রয় কেন্দ্র ৬৪২টি। আমাদের হাতে ২৫ মেট্রিক টন চাল, ১ হাজার কার্টুন শুকনা খাবার, ৭ শ প্যাকেট বিস্কুট, ১৯০ বান টিন আছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে