ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাতার বিশ্বকাপ: যেভাবে পেনাল্টি মিস হয় মেসির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ডিসেম্বর ০১ ১০:৪৫:৪৪
কাতার বিশ্বকাপ: যেভাবে পেনাল্টি মিস হয় মেসির

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল ক্লিয়ার করতে গিয়ে পোল্যান্ডের গোলরক্ষক সেজনি মেসিকে আঘাত করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পেনাল্টি থেকে গোলই করতে পারেননি এই ফরোয়ার্ড।

স্পট কিক থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক সেজনি। বাঁ দিক থেকে ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ডকে রক্ষা করেন তিনি। আর একই সাথে পেনাল্টি মিস করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করার মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ৩টি পেনাল্টি শট নিয়ে ২টিই মিস করলেন মেসি। ২০১৮ সালের বিশ্বকাপেও মেসি আইসল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। সেই ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছিল। তবে চলতি বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করলেও জয় পেতে কোনো অসুবিধা হয়নি আর্জেন্টিনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে