ঢাকা, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০

ভারতের বিপক্ষে দূদার্ন্ত সেঞ্চুরি তুলে নিলেন জাকির, দেখেনিন সর্বশেষ স্কোর

২০২২ ডিসেম্বর ০২ ১০:৫৩:২৯
ভারতের বিপক্ষে দূদার্ন্ত সেঞ্চুরি তুলে নিলেন জাকির, দেখেনিন সর্বশেষ স্কোর

কক্সবাজারে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪৬৫ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত 'এ' দল। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ 'এ' দল। ১৭২ রানে এক উইকেট হারিয়ে ম্যাচের তৃতীয় দিন পার করেছে তারা।

শেষদিনের প্রথম সেশনে কাঙ্খিত সেঞ্চুরির দেখা পান জাকির হাসান। ১০৬ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। তার সঙ্গে ৭৬ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ 'এ' দল (১ম ইনিংস): ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩)

ভারত 'এ' দল (১ম ইনিংস): ৪৬৫/৫ (১৩২ ওভার) (জয়সাওয়াল ১৪৫, ঈশ্বরন ১৪২)

বাংলাদেশ 'এ' দল (২য় ইনিংস): ২১৮/১ (৮২.৫ ওভার) (জাকির ১০৬*,শান্ত ৭৬*)

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে