ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যে কারণে ডমিঙ্গো চান টস হারুক বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ডিসেম্বর ০৬ ১৯:৩৬:১২
যে কারণে ডমিঙ্গো চান টস হারুক বাংলাদেশ

আর তাই ভারত সিরিজে টস জিতে আগে ব্যাট করলে সুবিধা নাকি আগে বোলিং করলে, তা বুঝতে উঠতে পারছে না বাংলাদেশ। টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো তাই মানছেন, টস হারলেই বরং ভালো বাংলাদেশের জন্য!

তিনি বলেন, 'আশা করি আমরা টস হারব। কারণ আমরা আসলেই নিশ্চিত না টস জিতে কী করা উচিৎ।'

আগে ব্যাটিং কিংবা আগে বোলিং- দুই দিকেই কিছু সুবিধা খুঁজে পাচ্ছেন ডমিঙ্গো, একইসাথে অসুবিধাও। তিনি জানান, 'প্রথমে ব্যাট করার একটা মূল্য আছে। আবার পরে ব্যাট করলে বোলারদের হাত থেকে বল পিছলে যায়। মিরপুরে সর্বশেষ ২০ ম্যাচের ১৭টিতেই ২০০ রান করা দল জিতেছে। কখনও দ্রুত চেষ্টা করতে গিয়ে আপনি দ্রুত আউট হয়ে যেতে পারেন। বুঝতে পারছি না আসলে টস গুরুত্বপূর্ণ কি না।'

টস জিতে প্রথম ম্যাচে অবশ্য ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে একপর্যায়ে হারের মুখেও চলে গিয়েছিল, শেষপর্যন্ত জয় আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য কার পক্ষে আসে, তা-ই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে