ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলার মাজপথে নিউজিল্যান্ডের সাথে হাত মিলিয়ে পরাজয় শিকার করে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ জানুয়ারি ২৮ ১২:১৩:৩৪
খেলার মাজপথে নিউজিল্যান্ডের সাথে হাত মিলিয়ে পরাজয় শিকার করে ভারত

ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে দু’দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করেন। পরে আম্পায়াররা বোঝানোর পর ভুল ভাঙে তাদের।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে ভারতের হার। লুকি ফার্গুসনের সেই ওভারের পঞ্চম বলে আপার কাট করেন ওয়াশিংটন সুন্দর। থার্ড ম্যানে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন জেকব ডাফি। নবম উইকেট হারায় ভারত।

তখনো ব্যাট করতে আসা বাকি ছিল উমরান মালিকের। বলও বাকি ছিল একটি। কিন্তু দুদলের ক্রিকেটারদের সে সব মনে থাকলে তো!

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুনআউট হওয়ার পর বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন ওয়াশিংটন। উল্টো দিকে থাকা আর্শদীপ সিংহও যান হাত মেলাতে। আরও আশ্চর্যের ব্যাপার, ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও করলেন একই ভুল। ওয়াশিংটন আউট হওয়ার পরেই তিনিও বলে দেন, ম্যাচ জিতে গেছে নিউজিল্যান্ড।

ভারত ওই ম্যাচ হেরেছে ২১ রানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে