ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ জানুয়ারি ২৯ ১১:০১:০৬
এক পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

এই ম্যাচে সেটার ব্যাপকরূপে উন্নতি চাইবে তারা। অন্যদিকে, ভারত সফরে প্রথম জয় পেয়ে উচ্ছ্বসিত কিউইরা। এবার লখনউয়ের এই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে চাইবে। সব মিলিয়ে এটা জমজমাট সিরিজ দেখার অপেক্ষায় থাকবেন দুই দেশের সমর্থকরা।

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। ম্যাচের সময়ে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭৩ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ৫ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে।

দুই দলেরই সম্ভাব্য একাদশ

ভারত: পৃথ্বী শ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, আরশদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে