ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

হেড কোচ নিয়ে রহস্য আরও বাড়ালেন বিসিবি বস পাপন

২০২৩ জানুয়ারি ৩০ ২১:৪০:০৮
হেড কোচ নিয়ে রহস্য আরও বাড়ালেন বিসিবি বস পাপন

গত ডিসেম্বরে ভারত সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দল হেড কোচবিহীন। সম্প্রতি জোর গুঞ্জন, ইংল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশ দলে প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার সিলেটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ প্রসঙ্গে। তিনি যা বললেন, তাতে রহস্যের গন্ধ পাওয়া গেল।

আগামী মাসের শেষ সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড। ইংল্যান্ড আসার আগেই নতুন প্রধান কোচ চলে আসবেন জানিয়ে পাপন বলেছেন, ‘এখনো তাই। চলে আসবে। আমি তো জানি না (হাথুরুসিংহের নাম)। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। সময় হলে দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন।’

কোচ কে হচ্ছেন, তা এখনই প্রকাশ করতে চান না বিসিবি সভাপতি। আনুষ্ঠানিকতার জন্য সময় নিচ্ছেন তিনি। তবে বিপিএল শেষ হতেই নতুন কোচ দেখা যাবে জানিয়ে তিনি বলেছেন, ‘কে আসবে সেটা এখনো বলব না। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এর মধ্য থেকে পেয়ে যাব।’

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় হাথুরু ছাড়াও মাইক হাসি, শ্রীধরন শ্রীরামসহ আরও কিছু নাম শোনা গেছে। তবে প্রধান কোচ কে হচ্ছেন, সে প্রশ্ন এখনো অমীমাংসিত। ইংল্যান্ড সিরিজের আগেই মিলতে পারে তার উত্তর।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে