ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

জাতীয় দলে ফেরার প্রত্যাশা এখনও ছাড়েননি ভালো পারফর্ম করে আলোচনায় রুবেল

২০২৩ জানুয়ারি ৩১ ১১:২৮:০৭
জাতীয় দলে ফেরার প্রত্যাশা এখনও ছাড়েননি ভালো পারফর্ম করে আলোচনায় রুবেল

লম্বা সময় ধরে জাতীয় দলের ডেরায় নেই রুবেল হোসেন। বাংলাদেশের পেস বোলারদের লাইনআপ থেকে মনের অজান্তেই ছিটকে গেছেন ৩৩ বছর বয়সি এই পেসার। তবে জাতীয় দলে ফেরার প্রত্যাশা এখনও ছাড়েননি রুবেল।

শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না রুবেলের। বেশীরভাগ সময় সাইড বেঞ্চেই কাটাতে হয় তাকে। যদিও এনিয়ে আক্ষেপ নেই রুবেলের।

তিনি বলেন, 'জাতীয় দলে আমি দীর্ঘদিন খেলেছি। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই। স্বপ্ন তো সবাই দেখে। আমিও দেখি। চেষ্টা করি বা করছি। সামনে আরও খেলা আছে। আমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারি, নির্বাচকরা অবশ্যই মাথায় নেবেন।'

'আমি তো খেলব, যতদিন সুস্থ থাকব। একটা সময় যখন আমি দেখব পারছি না…তখন আমি নিজেই ছেড়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আমি এখনও সম্পূর্ণ ঠিক আছি।'

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে