ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

আইপিএল ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটারের নাম জানালেন গেইল, কুম্বলে

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৬:২৭:১০
আইপিএল ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটারের নাম জানালেন গেইল, কুম্বলে

বিশ্ব ক্রিকেটে সবথেকে জনপ্রিয় লীগ হলো আইপিএল, এই লিগে খেলে এসেছেন একের পর এক মহারথীরা। সামনের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএলের মহা যুদ্ধ, আইপিএলের আগেই একজোট হলেন রথী মহারথীরা। ক্রিস গেইল, অনিল কুম্বলে, রবিন উথাপ্পা, স্কট স্টায়ারিস, প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং সেখানেই বেছে নিলেন আইপিএলে ‘সবচেয়ে নিঃস্বার্থ খেলোয়াড়’ । কুম্বলে, গেইল, উথাপ্পা এবং স্টায়ারিসের মত সবাই তাদের পছন্দের নাম দিয়েছেন এবং সেখানে সবাই ধোনিকেই বেছে নেন তো সেইঅর্থে স্পষ্ট ভাবে বিজয়ী হলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।

আইপিএল ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছেন ও অধিনায়কত্ব করেছেন, চেন্নাই দলের অধিনায়ক হিসেবে আগামী মৌসুমে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে। আইপিএল ২০২৩ মরসুম কয়েক মাস দূরে হতে পারে তবে ধোনি ইতিমধ্যে নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু করেছেন। এমনকি তাকে নেটে প্রশিক্ষণ করতেও দেখা গেছে। তার অধিনায়কত্বে চেন্নাই দল ৪ বার আইপিএল ট্রফি জয়লাভ করেছে, অধিনায়ক হিসেবে আইপিএলের মঞ্চে সর্বাধিক ম্যাচ জিতেছেন তিনি। ধোনিকে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাথে দেখা করতে দেখা গেছে।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তবে এখনও চেন্নাই দলের সঙ্গে খেলে চলেছেন বছর ৪০-এর এই তরুণ। ২০২৩ মৌসুমে সম্ভবত ক্যাপ্টেন কুল তার শেষ টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল খেলতে চলেছেন, ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের হয়ে আইসিসির তিনটি ট্রফি জিতে ফেলেছেন, ভারতীয় দলের হয়ে ৯০ টেস্টে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন, ৩৫০ টি ওডিআই খেলে ৫০.৫৮ গড়ে ১০৭৭৩ রান করেছেন, ৯৮ টি টি টোয়েন্টি ম্যাচে ৩৭.৬ গড়ে তিনি করেছেন ১৬১৭ রান এবং আইপিএলে তিনি ৩৯.২ গড়ে ৪৯৭৮ রান করেছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১০৮ বার ৫০ এর গন্ডি পার করছেন ও ১৬ টি শতরান করেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে